ডিএসইর প্রধান সূচকে উত্থান, মন্দা লেনদেন 

Looks like you've blocked notifications!

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ)। কেনার চাপ বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। বাজারে বেড়েছে মূলধনের পরিমাণ। তবে কমেছে লেনদেনের পরিমাণও। 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, টানা আট কর্মদিবস পতনের পর গেল সপ্তাহের শেষ দুদিন সূচক উত্থানে লেনদেন হয়েছিল। কিন্তু সূচকের সেই উত্থান ধরে রাখতে পারেনি। ফলে চলতি সপ্তাহের শুরুতে ফের পতন। টানা তিন কর্মদিবস পতনের পর আজ প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষে এদিন ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট। বেড়েছে ২২১ কোম্পানির শেয়ার দর। লেনদেনের পরিমাণ নেমেছে চারশ কোটি টাকার ঘরে।

জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪১১ কোটি আট লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ৫৩৮ কোটি ৭৯ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৯ হাজার ২২৯ কোটি দুই লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৭৯ হাজার ১৯৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৭৮ দশমিক ৩২ পয়েন্টে। ডিএসইএস সূচক দুই দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৪ দশমিক ৫৪ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১১ দশমিক শূন্য আট পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২১টির ও কমেছে ১২০টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৫৪টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৭ কোটি ৮১ লাখ টাকা, গোল্ডেন সনের ১৫ কোটি ৩৭ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৭৩ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ১৩ কোটি ২৬ লাখ টাকা, ফরচুন সুজের ১০ কোটি ৫৯ লাখ টাকা, গ্রামীণফোনের আট কোটি ৬৮ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের আট কোটি ৬৬ লাখ টাকা, শাইনপুকুরের আট কোটি ৫৫ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার সাত কোটি ৮৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ। কমেছে বাজারে মূলধনের পরিমাণ। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণ।সিএসইতে বৃহস্পতিবার ১২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১০ হাজার ৬৭৭ কোটি ১৮ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ১২ হাজার ৬০৫ কোটি পাঁচ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৫৩ দশমিক ৪৪ পয়েন্টে। সিএসসিএক্স সূচক চার দশমিক ৭৭ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৩৯ পয়েন্ট কমেছে। এ ছাড়া সিএসই৫০ সূচক দশমিক ৬৩ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ৩০ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৮টির এবং কমেছে ৮৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৪টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দুই কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংকের দুই ৪৮ লাখ টাকা, বেক্সিমকোর দুই কোটি ২০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬৮ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ৬১ লাখ টাকা, ইবনে সিনার ৩০ লাখ টাকা, রবির ২২ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৯ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৮ লাখ টাকা এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।