পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও 

Looks like you've blocked notifications!
ডিএসই ও সিএসইয়ের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (৩১ মার্চ)। কেনার চাপ বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। বাজারে মূলধনসহ লেনদেনের পরিমাণ বেড়েছে। 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, টানা তিন কর্মদিবস পতনের পর গত বৃহস্পতিবারের মতো আজ রোববারও সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষে আজ ডিএসইএক্স বেড়েছে ৫১ পয়েন্ট। বেড়েছে ২৭৩ কোম্পানির শেয়ার দর। লেনদেন সাড়ে চারশ কোটি টাকার ঘরে।

জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হয় ৪৬৭ কোটি টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ৪১১ কোটি আট লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৩ হাজার ৩০৩ কোটি ৮৪ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৭৯ হাজার ২২৯ কোটি দুই লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮২৯ দশমিক ৭০ পয়েন্টে। ডিএসইএস সূচক ১১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬৬ দশমিক ৩১ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২১ দশমিক ২৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭৩টির ও কমেছে ৭৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪৯টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুরের ২৩ কোটি ৪৩ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২০ কোটি ৫৫ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৮ কোটি ৮৫ লাখ টাকা,  ফরচুন সুজের ১৩ কোটি ৪১ লাখ টাকা,  গোল্ডেন সনের ১২ কোটি ৫৩ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ১২ কোটি ৩৫ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ১১ কোটি ৭৩ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ২৭ লাখ টাক এবং লাভেলো আইসক্রিমের অঅট কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। বেড়েছে বাজারে মূলধনের পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।সিএসইতে রোববার ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১১ হাজার ৯৮৫ কোটি ৮৩ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ১০ হাজার ৬৭৭ কোটি ১৮ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬২৮ দশমিক ৭১ পয়েন্টে। সিএসই৫০ সূচক তিন দশমিক ১৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪৭ দশমিক ৪৯ পয়েন্ট এবং সিএসআই সূচক পাঁচ দশমিক ২০ পয়েন্ট বেড়েছে। এ ছাড়া সিএসই-৩০ সূচক পাঁচ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২১১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৩টির এবং কমেছে ৬৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২২টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে আরএন স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির দুই কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের এক কোটি ৫৯ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ৯০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭৫ লাখ টাকা, ড্যাফোডিল কম্পিউটার্সের ৫০ লাখ টাকা, রবির ৪১ লাখ টাকা, লার্ফাজহোলসিমের ২৬ লাখ টাকা, ইবনে সিনার ২১ লাখ টাকা এবং এমবি ফার্মার ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।