ডিএসইতে ৮০ শতাংশ কোম্পানির দরপতন

Looks like you've blocked notifications!
ডিএসইর লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (১ এপ্রিল)। বিক্রির চাপ বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া ৮০ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। বাজারে মূলধনের পরিমাণ কমেছে। কিন্তু নামমাত্র বেড়েছে লেনদেন। 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত দুই কর্মদিবস সূচক উত্থানের আজ সোমবার তা পতনে শেষ হয়েছে। লেনদেন শেষে আজ ডিএসইএক্স কমেছে ৬৮ পয়েন্ট। কমেছে ৭৯ দশমিক ৭৪ শতাংশ বা ৩১৫ কোম্পানির শেয়ার দর।

জানা যায়, সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৬৮ কোটি ৮২ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৪৬৭ কোটি টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৭ হাজার ৬৭৪ কোটি ৪৯ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল ছয় লাখ ৮৩ হাজার ৩০৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৬১ দশমিক ৩৭ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৪ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৫১ দশমিক ৬৪ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার সাত দশমিক ৩৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪৭টির ও কমেছে ৩১৫টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩৫টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকসের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ২৬ কোটি ৮৫ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ১৭ কোটি ১৬ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৬ কোটি ৬৬ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৫ কোটি ৬৭ লাখ টাকা,  আলিফ ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ২৫ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ১৪ কোটি ৪১ লাখ টাকা, আইটিসির ১২ কোটি ৪৬ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৯৮ লাখ টাকা এবং গোল্ডেন সনের ১১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে বাজারে মূলধন সহ লেনদেনের পরিমাণ কমেছে। সিএসইতে আজ সোমবার আট কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ আট হাজার ৯৩৪ কোটি ছয় লাখ টাকা। আগের কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ১১ হাজার ৯৮৫ কোটি ৮৩ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১৭ দশমিক শূন্য চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫১১ দশমিক ৬৬ পয়েন্টে। সিএসই৫০ সূচক আট দশমিক ২৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪১ দশমিক ৭২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৭২ দশমিক ২৮ পয়েন্ট এবং সিএসআই সূচক পাঁচ দশমিক ৪১ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬২টির এবং কমেছে ১৩৬টি বা ৬২ দশমিক ৯৬ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ১৮টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকসের শেয়ার। কোম্পানিটির ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫০ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৩৬ লাখ টাকা, রবির ৩৫ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ৩২ লাখ টাকা, আরিফ ইন্ডাস্ট্রিজের ৩০ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৮ লাখ টাকা, বিবিএস কেবলসের ২৫ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ২৪ লাখ টাকা এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।