পর্ষদ সভার তারিখ ঘোষণা করল ৩২ কোম্পানি

Looks like you've blocked notifications!

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। পর্ষদ সভায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পরে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশে প্রকাশ করবে।  

পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো— প্রাণ, বিডি কম, ইস্টার্ন কেবলস, ফরচুন সুজ, স্টাইল ক্রাফট, ঢাকা ডায়িং, এইচআর টেক্সটাইল, বিচ হ্যাচারী, জুট স্পিনার্স, গ্লোবাল ইসলামী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, কাশেম ইন্ডাস্ট্রিজ, নাভানা সিএনজি,  প্যাসিফিক ডেনিমস, একমি পেস্টিসাইড, স্যাভলো কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা, ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, হা-ওয়েল টেক্সটাইল, আমরা টেকনোলজিস, ড্যাফোডিল কম্পিউটার্স,  জিকিউ বলপেন, মীর আকতার, সাফকো স্পিনিং, গ্লোডেন সন, জেনেক্স ইনফোসিস, সোনালী আঁশ, সাফকো স্পিনিং, গ্লোডেন সন, জেনেক্স ইনফোসিস এবং রংপুর ফাউন্ডিং।

এদের মধ্যে প্রাণের পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিডি কমের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, ইস্টার্ন কেবলসের ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, ফরচুন সুজের ২৯ এপ্রিল সাড়ে ৪টায়, স্টাইল ক্রাফটের ২৯ এপ্রিল বিকেল ২ট ৪৫ মিনিটে, ঢাকা ডায়িংয়ের ৩০ এপ্রিল বিকেল ৪টায়, এইচআর টেক্সটাইলের ৩০ এপ্রিল ৩টা ১৫ মিনিটে, বিচ হ্যাচারীর ৩০ এপ্রিল বিকেল ৪টায়, জুট স্পিনার্সের ২৯ এপ্রিল সাড়ে ৩টায়, গ্লোবাল ইসলামী ব্যাংকের ২৮ এপ্রিল বিকেল ৩টায়, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ২৯ এপ্রিল ৩টায়, কাশেম ইন্ডাস্ট্রিজের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, নাভানা সিএনজির ২৯ এপ্রিল ৪টায়, প্যাসিফিক ডেনিমসের ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, একমি পেস্টিসাইডের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, স্যাভলো কেমিক্যালের ৩০ এপ্রিল ৩টায় পর্যদ সভা শুরু হবে।

ইউনাইটেড পাওয়ারের পর্যদ সভা আগামী ৩৩০ এপ্রিল বিকেল ৪টায়। সেন্ট্রাল ফার্মার ৩০ এপ্রিল বিকেল ৩টায়, বিডি থাইয়ের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, হা-ওয়েল টেক্সটাইলের ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৪টায়, আমরা টেকনোলজিসের ২৯ এপ্রিল ৩টায়, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩০ এপ্রিল সাড়ে ৩টায়,  জিকিউ বলপেনের ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, মীর আকতারের ২৯ এপ্রিল বিকেল ৫টায়, সাফকো স্পিনিংয়ের ৩০ এপ্রিল বিকেল ৪টায়, গ্লোডেন সনের ৩০ এপ্রিল বিকেল ৪টায়, জেনেক্স ইনফোসিসের ২৯ এপ্রিল বিকেল ৫টায়, সোনালী আঁশের ৩০ এপ্রিল সাড়ে ৪টায়, সাফকো স্পিনিংয়ের  ৩০ এপ্রিল বিকেল ৪টায়, গ্লোডেন সনের ৩০ এপ্রিল বিকেল ৪টায়, জেনেক্স ইনফোসিসের ২৯ এপ্রিল বিকেল ৫টায়, রংপুর ফাউন্ডিংয়ের ২৮ এপ্রিল বিকেল ৪টায় পর্যদ সভা শুরু হবে।