মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লভ্যাংশ অনুমোদন
২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্য দিয়ে ডিজিটাল প্লাটফর্মে আজ সোমবার (৩ জুন) এই এজিএম অনুষ্ঠিত হয়।
এদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সহ মোট ছয়টি এজেন্ডা অনুমোদন হয়। অন্য এজেন্ডাগুলো হলো—আলোচিত সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুমোদন, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক মনোনয়ন ও নির্বাচন, নিরীক্ষক পুনর্নিয়োগ ও সন্মানি এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এছাড়া কোম্পানির বিশেষ এক এজেন্ডা অনুমোদন করেন তারা।
এজিএম সভার সভাপতিত্ব করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালক মো. ওয়াকিল উদ্দিন, ড. আরিফ দৌলা, স্বতন্ত্র পরিচালক, নাসরিন সাত্তার, ড. মোহাম্মদ তারেক, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, কোম্পানি সচিব রেইস উদ্দীন আহমেদ সহ শেয়ারহোল্ডাররা।