উত্থানে সূচক, লেনদেনও বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার (১৪ জুলাই) সব ধরনের সূচকে পতন থাকলেও আজ সোমবার সেই সব সূচক উত্থানে ফিরেছে। গতদিনের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ষোড়শ কোটি টাকা। লেনদেন বেড়ে আজ সাড়ে ছয়শ কোটি টাকার ওপরে চলে এসেছে। তবে আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৬৬২ কোটি ২৪ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৬২২ কোটি ২৫ লাখ টাকা। আজ পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৩ হাজার ৭৫২ কোটি ৭৪ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬২ হাজার ১৪৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে এক হাজার ৬০৪ কোটি ১০ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স দুই দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৮৪ দশমিক ৯৬ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৪৮২ দশমিক ৭৯ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৩ দশমিক ৪৩ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক সাত দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৪৪ দশমিক ২৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪০টির ও কমেছে ১৯১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৬টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৫৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।