ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ১৬৪ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শুরুর প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১৬৪ কোটি চার লাখ টাকার শেয়ার। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া ৬৩ কোম্পানির শেয়ারের দর উত্থানে হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম ১৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ১৪ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৭০৮ পয়েন্টে। পরে সেই সূচক উত্থান আরও বাড়তে থাকে। লেনদেনের শুরুর প্রথম এক ঘণ্টায় সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৩ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৭২৭ দশমিক ৭৬ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক চার দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫০ দশমিক ৬৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৩ দশমিক ৮১ পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৬টির বা ৬৩ দশমিক ৪০ শতাংশ, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। লেনদেন করেছে ১১ কোটি ৬৪ লাখ টাকা। এছাড়া সোনালী আঁশের ৯ কোটি ৮৩ লাখ টাকা, সী পার্ল বিচের আট কোটি চার লাখ টাকা, ওরিয়ন ফার্ম পাঁচ কোটি ৯৮ লাখ টাকা, সোনালী পেপারের পাঁচ কোটি চার লাখ টাকা, বিকন ফার্মার চার কোটি ৯৮ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের চার কোটি ৪৩ লাখ টাকা, গ্রামীণফোন তিন কোটি ৩৫ লাখ টাকা, ইউনিক হোটেলের দুই কোটি ৯২ লাখ টাকা এবং টেকনো ড্রাগসের দুই কোটি ৫৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।