ডিএসইতে মূলধন বেড়েছে ৫৩৮৭ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)। গত কর্মদিবস বুধবারের (১৮ সেপ্টেম্বর) তুলনায় এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। বেড়েছে বাজারে মূলধনের পরিমাণও। একদিনের ব্যবধানে ডিএসইতে মূলধন বেড়েছে পাঁচ হাজার ৩৮৭ কোটি টাকা। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৫৫৩ কোটি ৬৫ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি ৬১ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯০ হাজার ১৮৪ কোটি ৫৫ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৩৫ দশমিক ২৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৬ দশমিক ৪৩ পয়েন্টে। ডিএসইএস সূচক ১২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৭ দশমিক ৮১ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫০টির ও কমেছে ১৯১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৬টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ৩০ কোটি ৭১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৮ কোটি ৬৯ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের ১৭ কোটি ৯৬ লাখ টাকা, সী পার্ল বিচের ১৫ কোটি ২৭ লাখ টাকা, ইবনে সিনার ১৩ কোটি ৮৬ লাখ টাকা, সোনালী পেপারের ১২ কোটি ৪৩ লাখ টাকা. খান ব্রাদার্সের ১১ কোটি ৭৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ১৪ লাখ টাকা এবং ইউনিক হোটেলের ১০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৫৭ শতাংশ