ডিএসইতে ৭৫ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)। গত কর্মদিবস বুধবারের তুলনায় আজ কমেছে লেনদেনের পরিমাণ। একদিনের ব্যবধানে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ৬৫১ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৮৫ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৫ হাজার ৬২১ কোটি ২৪ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৮৯ হাজার ২৭২ কোটি ৬৮ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ৯৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৩৯ দশমিক ১৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩০ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬৪ দশমিক ৯৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৩১ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬১ দশমিক ৯৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭২টির ও কমেছে ২৯৯টির বা ৭৫ দশমিক ৫০ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের ৩৫ কোটি ২১ লাখ টাকা, গ্রামীণফোনের ৩১ কোটি ২০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২৪ কোটি ৩৬ লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৫ কোটি ১১ লাখ টাকা, ইবনে সিনার ১৪ কোটি ৭৩ লাখ টাকা, সোনালী আঁশের ১৩ কোটি ২০ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১১ কোটি ৭৮ লাখ টাকা, ইউনিক হোটেলের ১০ কোটি ৯০ লাখ টাকা এবং এমজেএল বাংলাদেশের আট কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে লুব-লেফের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।