সশরীরে কোম্পানির এজিএমের দাবি
পুঁজিবাজারে কোম্পানির স্পন্সর বা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণের নিয়ম যথাযথ পরিপালন নিশ্চিতকরণসহ সশরীরে কোম্পানির এজিএম করার নিয়ম পুনর্বহাল করার দাবি করেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
গতকাল বুধবার (৯ অক্টোবর) আগারগাঁওয়ে বিএসইসির ভবনের কনফারেন্স রুমে বিএসইসির সাথে মতবিনিময় সভায় ঐক্য পরিষদের নেতারা এসব দাবি রাখেন। বিএসইসি ভবনে অনুষ্ঠিত বৈঠকে পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। একই সাথে বিএসইসির মুখপাত্র, নির্বাহী পরিচালক, পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রতিনিধি এবং বিএসইসির কর্মকর্তারা পুঁজিবাজারের সাম্প্রতিক অবস্থা এবং বাজারের সংস্কারের নানা বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাথে বিনিয়োগকারীদের বিভিন্ন দাবিগুলোর নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় বিনিয়োগকারীরা পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশের জন্য তাদের দাবি তুলে ধরেন।
সভায় বিনিয়োগকারীরা অন্যান্যের মধ্যে পুঁজিবাজারের জেড ক্যাটাগরি সংশ্লিষ্ট নিয়ম কানুনেরর সংস্কার এবং লভ্যাংশ না দেয়াসহ নন-কমপ্লায়েন্সের ফলে জেডে প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানি ও তার কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, সশরীরে কোম্পানির এজিএম করার নিয়ম পুনর্বহাল করা, বাজারে বিনিয়োগবান্ধব পরিবেশ আনয়ন ও বিনিয়োগকারী বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে বিদ্যমান পরিস্থিতি ও সময় বিবেচনায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার দাবি করেন। পুঁজিবাজারে কোম্পানির স্পন্সর বা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম যথাযথ পরিপালন নিশ্চিতকরণ, শেয়ার বাই ব্যাক আইনের বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, বাংলাদেশে ইনভেস্টমেন্ট ব্যাংকের মত আরো প্রতিষ্ঠান সৃষ্টি ও আনয়নের পদক্ষেপ গ্রহণ, বাজারে সিএমএসএফের ফান্ড হতে বিনিয়োগ বা পুঁজির আনয়ন করার দাবি তুলে ধরেন। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে পুঁজিবাজারে উন্নয়নে ইতিবাচক প্রচার নিশ্চিত করতে হবে এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিএসইসির ইতিবাচক বার্তা প্রদানের কথা বলেন তারা।