ভালো কোম্পানি পুঁজিবাজারে এলে সহায়তা পাবে : বিএসইসি চেয়ারম্যান
দেশের ভালো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্তির ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহায়তা পাবে বলে জানিয়েছে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দীর্ঘকাল ধরে চট্টগ্রামভিত্তিক বৃহৎ শিল্প গ্রুপ কোম্পানিগুলো যেভাবে সাফল্য ও সুনামের সাথে দেশে ব্যবসা করে চলেছে এবং দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে, তার ধারাবাহিকতা বজায় রেখে দেশের পুঁজিবাজারেও তাদের অংশগ্রহণ একান্ত কাম্য।
বিশ্বজুড়ে পুঁজিবাজার দেশের অর্থনীতির মূল প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করে জানিয়ে বিএসইসির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে দেশের পুঁজিবাজারকে অধিকতর সমৃদ্ধ ও শক্তিশালী করা এবং দেশের শিল্পায়ন ও টেকসই উন্নয়নকে আরও বেশি গতিশীল করা সম্ভব।
বৈঠকে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া পিএইচপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরসহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।