প্রথম ঘন্টায় লেনদেন ৮০ কোটি টাকা, পতনে সূচক
সব ধরনের সূচক ডিএসইএক্স পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শুরুর প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ৮০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬৬ দশমিক ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, বিক্রির চাপে ডিএসইর লেনদেন শুরুর দুই মিনিটের মাথায় সূচক পতনে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ২২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছিল ৬৫ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ১৬৯ পয়েন্টে। বেলা বাড়ায় সেই সূচকের পতন গতি পরে কমে আসে। লেনদেনের শুরুর প্রথম ৬০ মিনিটে সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ২৬ পয়েন্ট পতন হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ১২৪ দশমিক ৫২ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ১৭ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৫ দশমিক ৬৮ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৪ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৮ দশমিক ২৮ পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোনের শেয়ার। লেনদেন করেছে সাত কোটি ১০ লাখ টাকা। এছাড়া এনআরবি ব্যাংকের চার কোটি ৯৯ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের চার কোটি ৪৮ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের চার কোটি দুই লাখ টাকা, টেকনো ড্রাগসের দুই কোটি ৮৭ লাখ টাকা, স্কয়ার ফার্মার দুই কোটি ৪৫ লাখ টাকা, ইসলামী ব্যাংকের দুই কোটি ছয় লাখ টাকা, রবির দুই কোটি এক লাখ টাকা এবং ইফাদ অটোসের এক কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।