৭৪ শতাংশ কোম্পানির দরপতন, মূলধন কমেছে ৩৭৪১ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (১০ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমল ৫০ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় এদিন বাজারে মূলধন কমেছে তিন হাজার ৭৪১ কোটি টাকা। লেনদেন বেড়ে আজ সাড়ে পাঁচশ কোটি টাকার ঘরে অবস্থান করেছে।
অনুসন্ধানে জানা যায়, গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৫৯ কোটি ৬৬ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৫৪১ কোটি ৫৫ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৮ হাজার ৬৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ৮০৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৬৫ দশমিক ৮৪ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩১৬ দশমিক ৩৩ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ১১ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৫৩ দশমিক ৬৮ পয়েন্টে। ডিএসইএস সূচক ১২ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭৫ দশমিক ৫১ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৩টির ও কমেছে ২৯২টির বা ৭৪ দশমিক ১১ শতাংশ । শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৯টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ১৯ কোটি ৭১ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৬ কোটি ১১ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ১৫ কোটি ৫৬ লাখ টাকা, বিচ হ্যাচারীর ১২ কোটি ২৪ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১০ কোটি ২১ লাখ টাকা, ইউনিক হোটেলের ৯ কোটি ৯৯ লাখ টাকা, খান ব্রাদার্সের ৯ কোটি ৬৯ লাখ টাকা এবং আফতাব অটোমোবাইলসের সাত কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্টের শেয়ার। কোম্পানিটির ইউনিটের দর কমেছে ৯ দশমিক ৮৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬০ শতাংশ।