সূচকের উত্থান থাকলেও লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১৩ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট। আলোচিত এদিনে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে আজ ৪৭৯ কোটি টাকায় অবস্থান করেছে।
অনুসন্ধানে জানা যায়, গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৭৭ কোটি ৬৬ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭১ হাজার ৬০৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭২ হাজার দুই কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩১৬ দশমিক শূন্য এক পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২৯৮ দশমিক ৩৬ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক দুই দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭২ দশমিক ২০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৪ দশমিক ৯৫ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫২টির ও কমেছে ১৭৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৭টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ২১ কোটি ৫৭ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৭ কোটি ৭৩ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের ১৬ কোটি ১৬ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১৪ কোটি ৩৪ লাখ টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ১৪ কোটি ২৫ লাখ টাকা, খান ব্রাদার্সের ১০ কোটি ৮৩ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ৯ কোটি ৫৩ লাখ টাকা, ইবনে সিনার আট কোটি ১১ লাখ টাকা এবং বেক্সিমকো ফার্মার আট কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৭৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।