উত্থানেও ডিএসইতে মূলধন কমেছে ৪১৮৬ কোটি টাকা

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবধরনের সূচক উত্থানে আজ মঙ্গলবারের (১১ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে আট পয়েন্ট। এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে চার হাজার ১৮৬ কোটি টাকা।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ২৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৭ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে আট দশমিক ৩৫ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ১৯৯ দশমিক ৩০ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক এক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৩ দশমিক ৯২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৪ দশমিক ৬৭ পয়েন্টে।
গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ছয় লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪১২ কোটি ৫২ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৬ হাজার ২৮৯ কোটি ৯৬ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৮০ হাজার ৪৭৫ কোটি ৯৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৩৮টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৭টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ২২ কোটি ২০ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৭ কোটি ৬৬ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৬ কোটি ২৭ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের ১১ কোটি ২৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৯ কোটি ৭৮ লাখ টাকা, হাক্কানী পাল্পের ৯ কোটি ৩৫ লাখ টাকা, রবি আজিয়াটার আট কোটি ১৬ লাখ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের আট কোটি ছয় লাখ টাকা এবং শাইনপুকুর সিরামিকের সাত কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে সামিট পাওয়ারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৬ দশমিক ২৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।