৫০০ কোটি ছাড়ালো লেনদেন, মূলধন বেড়েছে ৩৫২৬ কোটি টাকা

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে সোমবারের (২৪ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে সাড়ে ১৩ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে তিন হাজার ৫২৬ কোটি টাকা। এদিন লেনদেনের পরিমাণও বেড়েছে। ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে আজকের লেনদেন।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ১৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৮ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ১৩ দশমিক ৫৩ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ১৯৬ দশমিক ৮৮ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক সাত দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬ দশমিক ২৮ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১১ দশমিক ৫৬ পয়েন্টে।
গতকাল রোববার লেনদেন হয়েছিল ৪২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৫০৪ কোটি ২৬ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৪৫৯ কোটি ৪৬ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৬৯ হাজার ৯৩২ কোটি ৭৮ লাখ টাকা। একদিনের ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে তিন হাজার ৫২৬ কোটি ৬৮ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১৫১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ২০ বছরের বিজিটিবি। ৪২ কোটি ৭৫ লাখ টাকার ট্রেজারি বন্ডের কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৩৩ কোটি ৫৫ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৩১ কোটি ৪০ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ১৬ কোটি ৫২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২ কোটি ৬০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ৩৩ লাখ টাকা, বিচ হ্যাচারির ১২ কোটি আট লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ২৮ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টের ১০ কোটি ৬৭ লাখ টাকা এবং কেডিএস এক্সেসরিজের ৯ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মার শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত দশমিক ৫৯ শতাংশ।