৬১ শতাংশ কোম্পানির দরপতন

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবধরনের সূচক পতনে আজ রোববারের (২০ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৩ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৬১ দশমিক ৩৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ রোববার বাজারে মূলধন কমেছে। তবে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৩৫১ কোটি টাকা।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ৮ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৮ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে বিক্রির চাপ বাড়ে। এক পর্যায়ে সূচক পতনে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ২২ দশমিক ৯৫ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৭৪ দশমিক ৩৭ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক আট দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৫ দশমিক ৩৯ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক দুই দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৭২ দশমিক ৫০ পয়েন্টে।
আগের কর্মদিবস বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৫১ কোটি আট লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৯ হাজার ১৫০ কোটি ৮৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি ২৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ২৪৩টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১০ কোটি ৪২ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি পাঁচ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ৯ কোটি ৯২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের সাত কোটি ৪৮ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার সাত কোটি ১০ লাখ টাকা, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ছয় কোটি ৬৯ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের ছয় কোটি ৫৩ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যারের ছয় কোটি ৪৬ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৭৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।