উত্তর আয়ারল্যান্ড কেন ব্রিটেনের হুমকি, যা বলল এম১৫

আয়ারল্যান্ড আলাদা হলেও এখনও উত্তর আয়ারল্যান্ড ব্রিটেনের সঙ্গেই রয়েছে। এমনকি, যুক্তরাজ্যের সাংবিধানিক নাম ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। চারটা ভিন্ন ভিন্ন জাতি জোড়া লেগে তবেই এই দেশ। অথচ, সম্প্রতি বছরগুলোতে উত্তর আয়ারল্যান্ডে পুলিশের ওপর হামলা বেড়েছে; দ্বীপবেষ্টিত রাষ্ট্রটিতে আগের তুলনায় বেড়েছে ঘরোয়া সন্ত্রাসবাদ। এ তথ্য জানিয়েছে খোদ যুক্তরাজ্যের আন্তগোয়েন্দা সংস্থা এম১৫। আজ মঙ্গলবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইংল্যান্ডের উচ্চ আদালতে সলিসিটর অ্যাডভোকেট হলেন বাংলাদেশি মাহাবুব

মানবাধিকার আইনজীবী মো. মাহাবুবুর রহমান ইংল্যান্ড এবং ওয়েলসের সর্বোচ্চ আদালতের সলিসিটর অ্যাডভোকেট হিসেবে নিবন্ধিত হয়েছেন। যুক্তরাজ্যে সলিসিটরদের রেগুলেটরি সংস্থা সলিসিটরস রেগুলেশন অথরিটি (এসআরএ) চলতি সপ্তাহে তার এই নিবন্ধন অনুমোদন করে। এতে করে মো. মাহাবুবুর রহমান আইনজীবী হিসেবে যেকোনো সিভিল মামলায় ক্লায়েন্টকে প্রাকটিসিং ব্যারিস্টার বা কাউন্সেলের মতোই সব উচ্চ আদালতে রিপ্রেজেন্ট করতে পারবেন।

রমজান উপলক্ষে প্রথমবারের মতো লন্ডনের ওয়েস্ট অ্যান্ডের আলোকসজ্জা

যুক্তরাজ্যে প্রথমবারের মতো পবিত্র রমজান মাস উপলক্ষে লন্ডনের ওয়েস্ট অ্যান্ড জেলা ৩০ হাজার বাতি জ্বালিয়ে আলোকিত করা হয়েছে। বিবিসি একটি প্রতিবেদনে বলেছে, লিসেস্টার স্কোয়ারকে পিকাডিলির সঙ্গে যুক্তকারী কভেন্ট্রি সড়কটি ‘হ্যাপি রমজান’ দিয়ে আলোকিত হয়েছে৷ যুক্তরাজ্যের রাজধানীতে রমজান উদযাপনকারী ১৩ লাখ মুসলমানদের একজন লন্ডনের মেয়র সাদিক খান বাতি জ্বালিয়েছেন।

বাবা-মা অরাজি, অবশেষে ৬০ বছর পর বিয়ে প্রেমিক-প্রেমিকার

কাজের সুবাদে দেখা হয় তাদের। প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যান তারা। বিয়ের সিদ্ধান্তও নেন। তবে, এতে বাগড়া দেয় মেয়ের বাবা-মা। সেই বাগড়ায় বিয়ে করতে পারেনি ওই প্রেমিক যুগল। অবশেষে ৬০ বছর পর বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। ঘটনাটি ব্রিটেনের। আজ বুধবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যমটি জানায়, এই এক অবিস্মরণীয় প্রেমের গল্প, প্রায় ছয় দশক আগে বিচ্ছিন্ন হওয়া ব্রিটিশ প্রেমিক যুগল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ৬০ বছর আগে বাবা-মায়ের প্রচেষ্টায় বিয়ে করতে পারেনি তারা।

প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবাদী লন্ডনের পুলিশ, দাবি পর্যবেক্ষক দলের

ইংল্যান্ডের রাজধানী লন্ডন ইউরোপের অন্যতম বৃহৎ নগর ও অর্থনৈতিক কেন্দ্র। এই শহরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। যদিও সংস্থাটিকে প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবাদী, নারীবিরোধী ও সমকামী বিদ্বেষী বলে দাবি করেছে তাদেরই একটি পর্যবেক্ষক দল। আজ মঙ্গলবার (২১ মার্চ) এ দাবি করে পর্যবেক্ষক দলটি বলেছে, ব্রিটেনের সবচেয়ে বড় পুলিশ বাহিনীর সংস্কারে চাপের মুখে রয়েছে মেট্রোপলিটন পুলিশের নতুন প্রধান। খবর রয়টার্সের।

৪৮ বছর পর সন্তানের মরদেহ পেলেন মা!

এক সপ্তাহ বয়সেই মারা যায় সন্তান। এরপরেই বিভিন্ন পরীক্ষার সময় গ্যারি নামক ওই নবজাতকের অঙ্গপ্রত্যঙ্গ মরদেহ থেকে বের করে নেওয়া হয়। এরপরে কফিনে সমাহিত করা হয়। দিন গড়াতেই সন্দেহ দানা বাধে মা লিদিয়ার মনে। পরে খোলা হয় কফিন, তাতে মেলে না কিছুই। এরপরেই সন্তানের মরদেহ পেতে লড়াই শুরু করেন তিনি। অবশেষে ছেলের মৃত্যুর ৪৮ বছর পর সন্তানের মরদেহ পেলেন ক্যানসারে আক্রান্ত সেই মা। স্কটল্যান্ডের ঘটনাটি এক প্রতিবেদনে আজ শুক্রবার (১৭ মার্চ) জানিয়েছে বিবিসি।

মন্ত্রীদের টিকটক ব্যবহার নিষিদ্ধ করল যুক্তরাজ্য 

মোবাইল ফোনসহ সরকারের সব ধরনের ডিজিটাল ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। সরকারি গোপনীয়তা সুরক্ষা, সাইবার নিরাপত্তা বাড়ানো এবং তথ্য চুরি ও হ্যাকিং ঠেকাতেই বৃহস্পতিবার (১৬ মার্চ) চীনের তৈরী এই ভিডিও অ্যাপটি বন্ধের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। খবর রয়টার্সের।

এর ফলে এখন থেকে মন্ত্রী-এমপি ও সরকারি কর্মকর্তারা তাদের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটারসহ  কোনো ইলেকট্রনিক ডিভাইসে টিকটিক ব্যবহার করতে পারবেন না। মূলত দেশটির মন্ত্রীদের টিকটক ব্যবহার ঠেকাতেই এই নিষেধাজ্ঞা। যুক্তরাজ্যের অভিযোগ মন্ত্রীদের ফোনে থাকা ব্যক্তিগত ও সরকারি গোপনীয় তথ্য-দলিল হাতিয়ে নিচ্ছে চীন সরকার।

রাবার বুলেটের অপব্যবহারের নিন্দা অ্যামনেস্টির

বিশ্বব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের রাবার বুলেট এবং অন্যান্য অস্ত্রের ব্যবহার ক্রমবর্ধমানভাবে স্বাভাবিক হয়ে উঠেছে। এসব অস্ত্র ব্যবহারের ফলে অনেকে চোখ হারিয়েছে, এমনকি মৃত্যুও ঘটেছে। এসব উল্লেখ করে এমন সব ঘটনার নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ মঙ্গলবার (১৪ মার্চ) তারা এই নিন্দা জানিয়েছে। এএফপির বরাতে খবর বাসসের।

লন্ডন ভিত্তিক সংগঠনটি গত পাঁচ বছর ধরে ৩০টিরও বেশি দেশে গবেষণা চালানোর পর এই ধরনের পুলিশিং সরঞ্জাম বিশ্বব্যাপী বাণিজ্য ও ব্যবহারে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছে। 

২২ সপ্তাহে জন্ম নিয়েও সুস্থ শিশু ফিরেছে বাড়িতে

গর্ভধারণের ৩৭ থেকে ৪২ সপ্তাহের মধ্যে নবজাতকের জন্ম দেন মা। এর আগে জন্ম হলে নবজাতকের বাঁচার সম্ভাবনা কম থাকে। যদিও মাত্র ২২ সপ্তাহে এক শিশুর জন্ম ও সুস্থ হয়ে বাড়ি ফেরা নিয়ে হইচই পড়েছে ওয়েলসে। দেশটির একটি হাসপাতালে ১৩২ দিন থাকার পর সুস্থ অবস্থায় বাড়ি ফেরা শিশু ইমোজেন বিশ্ব রেকর্ডে আছে দ্বিতীয়তে। আজ রোববার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

ওই শিশুর বাবা-মা বলেছেন, ‘২২ সপ্তাহে আমাদের মেয়ের জন্ম হয়। ওই সময়ে যেকোনো নবজাতকের বাঁচার সম্ভাবনা থাকে মাত্র ১০ শতাংশ। নানা প্রতিকূলতা পেরিয়ে সে বেঁচে গেছে ও বাড়ি ফিরেছে।’

লিনেকার বিতর্কে সঙ্কটে বিবিসি, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন মহাপরিচালক

ইংলিশ ফুটবল লেজেন্ড গ্যারি লিনেকার বিতর্কে চরম সঙ্কটে পড়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এই বিতর্কে আস্থা ফেরাতে দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন বিবিসি মহাপরিচালক টিম ডেভি। খবর রয়টার্সের।

Pages