সুনাক-ম্যাঁক্রো অভিবাসী চুক্তিতে সম্মত

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো অবৈধ ক্রস-চ্যানেল অভিবাসন বন্ধ করতে ৫০ কোটি ইউরোর বেশি মূল্যের এক নতুন চুক্তিতে সম্মত হয়েছেন। বছরের পর বছর ধরে চলা বেক্সিট উত্তেজনার পর নতুন করে শুরু করার লক্ষ্যে তারা এ ব্যাপারে সম্মত হলেন। গতকাল শুক্রবার প্যারিসে এক শীর্ষ সম্মেলনে তারা  এ বিষয়ে একমত হন বলে খবর এএফপির।

এই চুক্তির আওতায় ব্রিটেন ফ্রান্সকে আরও অর্থ বরাদ্দ দেবে যাতে আরও শতাধিক ফরাসি পুলিশ এ চ্যানেলে টহল দেওয়ার সুযোগ পায় এবং নতুন একটি আটক কেন্দ্র নির্মাণ করা যায়।

রাশিয়ায় পণ্য রপ্তানিতে যুক্তরাজ্যের আরেক দফা নিষেধাজ্ঞা

ইউক্রেনে রুশ আগ্রাসন এক বছর পেরিয়েছে। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ছিল প্রতিবেশি দেশ দুটির প্রথম যুদ্ধবার্ষিকী। এ দিনেই রাশিয়ায় পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইউক্রেনের মিত্র যুক্তরাজ্য। যুদ্ধে ব্যবহৃত কোনো পণ্যই রাশিয়ার কাছে বিক্রি করবে না ঋষি সুনাকের দেশ। এ ছাড়া রাশিয়া থেকে লোহা ও ইস্পাত পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। খবর রয়টার্সের।

আপিলেও হারলেন আইএস বধূ শামীমা

যুক্তরাজ্যের নাগরিকত্ব ফিরে পাওয়ার মামলায় হেরে গেছেন আইএস বধূ ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ব্রিটেনের বিশেষ অভিবাসন আদালত শামীমার আপিল খারিজ করে দেয়। খবর বিবিসির।

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ইস্যুতে শামীমার নাগরিকত্ব বাতিল করা হয়। এ নিয়ে আপিল করেন সিরিয়ার শরণার্থী শিবিরে পাওয়া এই ব্রিটিশ নাগরিক। তবে, তার আপিল খারিজ করে দিয়েছেন আদালত। এবারেও দেখানো হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা হুমকি।

গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ দূতাবাসের সাবেক নিরাপত্তা প্রহরীর জেল

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বার্লিনের ব্রিটিশ দূতাবাসে সাবেক নিরাপত্তা প্রহরীকে ১৩ বছর দুই মাসের সাজা দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) লন্ডনের ওল্ড বেইলির আদালত এ রায় দেয়। খবর রয়টার্সের।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ডেভিড বালেন্টাইন স্মিথ (৫৬)। তিন বছরের বেশি সময় অর্থের বিনিময়ে রাশিয়াকে গোপন তথ্য দিয়েছেন তিনি। এর মধ্যে বরিস জনসনের গোপন চিঠি ও অন্যান্য সংবেদনশীল নথি ছিল।

১০০ বছর পর গন্তব্যে পৌঁছাল চিঠি!

এক সময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। দূরে অবস্থান করা নিকটাত্মীয়ের উদ্দেশে চিঠি লিখত স্বজনেরা। এটি প্রাপকের কাছে পৌঁছাতে কয়েক দিন সময় লাগত। তবে, লন্ডনে ঘটেছে এক ভিন্ন ঘটনা। এক শতাব্দীরও বেশি সময় পর গন্তব্য পৌঁছেছে একটি চিঠি। এতেই হতভম্ব হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যমটি জানায়, এক শতাব্দীরও বেশি সময় পর একটি চিঠি তার গন্তব্যস্থলে পৌঁছেছে। ১৯১৬ সালে ফেব্রুয়ারিতে চিঠিটি প্রাপকের উদ্দেশে পাঠানো হয়। এতে প্রাপকের ঠিকানা লেখা ছিল, হ্যামলেট রোড, দক্ষিণ লন্ডন।

শেষ ৩ মাসে যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবৃদ্ধি নেই

বেক্সিট ইস্যু, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বেহাল দশায় রয়েছে যুক্তরাজ্যের অর্থনীতি। এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ পেয়েছে দেশটির বাসিন্দারা। ২০২২ সালের শেষ তিন মাসে দেশটির অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধি হয়নি। তবে, মন্দা এড়াতে যথেষ্ট এটি। এর ফলে চলতি বছর, অর্থাৎ ২০২৩ সালে যুক্তরাজ্যের বাসিন্দাদের দুই ডিজিটের মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করতে হবে। খবর রয়টার্সের।

কৈশোরে নেওয়া বই ফেরত দিলেন বৃদ্ধ বয়সে!

মেয়েটির বয়স তখন মাত্র ১৪। জার্মান ভাষা নিয়ে পড়ছিল হোয়াইটলি বে গ্রামার স্কুলের ‘ও’ লেভেলে। তখন পড়াশোনার জন্য দরকার পড়ে ‘আইচ লার্ন ডয়েচ’ নামের একটি বই। যুক্তরাজ্যের উত্তর টাইনসাইডের কিলিংওয়ার্থ লাইব্রেরি বইটি সংগ্রহ করেন নেন ওই শিক্ষার্থী। তবে, ফেরত দিতে গেলেন ভুলে।

ফেরত দেওয়ার কথা মনে হলেও জরিমানার ভয়ে আর দিলেন না। এর মধ্যে কেটে গেছে ৫৬ বছর। অবশেষে জরিমানা মওকুফের ঘোষণার পর লাইব্রেরি কর্তৃপক্ষকে বৃদ্ধ বয়সে বইটি ফেরত দিয়েছেন সাবেক ওই শিক্ষার্থী। খবর এনডিটিভির।

ব্যারোনেস মঞ্জিলা উদ্দিনের আমন্ত্রণে ব্রিটিশ পার্লামেন্টে উইয়ের নারী উদ্যোক্তারা

বাংলাদেশের নারী উদ্যেক্তাদের সবচেয়ে বড় প্রতিষ্টান উই (উইমেন  অ্যান্ড  ই-কমার্স) এর ৩৫ সদ্যসরা বাংলাদেশের গণ্ডি  পেরিয়ে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। উই ট্রেড মিশন টু ইউকে‘র প্রকল্পে অংশ নিয়ে এই নারী উদ্যেক্তারা নিজেদের তৈরি পণ্য তুলে ধরছেন যুক্তরাজ্যের বিভিন্ন ইভেন্টে।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার  দি অনারেবল ব্যারোনেস মঞ্জিলা উদ্দিনের আমন্ত্রণে উইয়ের নারী উদ্যেক্তারা ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের কমিটি রুম নাম্বার জি হল রুমে এক সেমিনারে অংশ নেন। লেভারেজিং ই-কমার্স ফর উইমেন্স এন্টারপ্রাইজ নামক সেমিনারটির সভাপতিত্ব করেন ব্যারোনেস মঞ্জিলা উদ্দিন।

বাড়ছে পানির দাম, যুক্তরাজ্যে বছরে অতিরিক্ত গুনতে হবে ৩৮ ডলার

মূল্যস্ফীতিতে থাকা যুক্তরাজ্যে আরেক দফা বাড়ছে পানির দাম। আগামী এপ্রিলে কর্তৃপক্ষ পানির দাম বাড়াবে সাত দশমিক পাঁচ শতাংশ; যা সর্বশেষ ২০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি। বৃহস্পতিবার খাত সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছে। ওয়াটার ইউকের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ মালিকানাধীন সংবাদ মাধ্যম আরটি।

পানির দামের এই বৃদ্ধির ফলে গড়ে প্রতিদিনের জন্য গ্রাহকদের খরচ হবে এক দশমিক ৫১ ডলার। এপ্রিলে দাম বাড়ার ফলে গ্রাহকদের আগের তুলনায় প্রতিদিনের জন্য অতিরিক্ত গুনতে হবে শূন্য দশমিক ১০ ডলার। বছরের হিসেবে এটি দাঁড়াবে ৩৮ ডলারে।

বেক্সিটের জন্য যুক্তরাজ্যের বার্ষিক ক্ষতি ১২ হাজার ৪০০ কোটি ডলার

আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হওয়ার তিন বছর পেরিয়েছি। তবে দীর্ঘ এই তিন বছরে দেশটির কোনো লাভ হয়নি, বরং ক্ষতির মুখে পড়েছে তারা। প্রতি বছরই বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তাদের। ব্লুমবার্গের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম আরটি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যের অর্থনীতি ইইউ ব্লকে থাকার সময়ের চেয়ে চার শতাংশ ছোট হয়ে পড়েছে। এ ছাড়া প্রতিবছরই তাদের ক্ষতি হচ্ছে ১২ হাজার ৪০০ কোটি ডলার বা ১০ হাজার কোটি ইউরো।

Pages