সুনাক-ম্যাঁক্রো অভিবাসী চুক্তিতে সম্মত
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো অবৈধ ক্রস-চ্যানেল অভিবাসন বন্ধ করতে ৫০ কোটি ইউরোর বেশি মূল্যের এক নতুন চুক্তিতে সম্মত হয়েছেন। বছরের পর বছর ধরে চলা বেক্সিট উত্তেজনার পর নতুন করে শুরু করার লক্ষ্যে তারা এ ব্যাপারে সম্মত হলেন। গতকাল শুক্রবার প্যারিসে এক শীর্ষ সম্মেলনে তারা এ বিষয়ে একমত হন বলে খবর এএফপির।
এই চুক্তির আওতায় ব্রিটেন ফ্রান্সকে আরও অর্থ বরাদ্দ দেবে যাতে আরও শতাধিক ফরাসি পুলিশ এ চ্যানেলে টহল দেওয়ার সুযোগ পায় এবং নতুন একটি আটক কেন্দ্র নির্মাণ করা যায়।