আসছে আউডির এ ৬ ম্যাট্রিক্স
ভারতের বাজারে ছাড়া হয়েছে আউডির নতুন মডেলের গাড়ি আউডি এ ৬ ম্যাট্রিক্স। এর দাম ধরা হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার রুপি। এ খবর জানিয়েছে এনডিটিভি।
ভারতে তৈরি এই গাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে যান্ত্রিক বা কারিগরি কোনো উন্নয়ন ঘটেনি নতুন এই মডেলে। গাড়ির ভেতরকে আরো আরামদায়ক করে তোলা হয়েছে।
আউডি এ ৬ মডেলে যোগ করা হয়েছে চোখ ধাঁধানো ম্যাট্রিক্স হেডলাইট এবং টার্ন ইন্ডিকেটরস এবং রিভাইজড বাম্পার। লাগানো হয়েছে নতুন ডিজাইনের এলইডি টেইল লাইট।
ইন্টেরিয়রে বড় ধরনের কোনো পরিবর্তন আনা না হলেও গাড়ির ভেতরে ইনফোটেইনমেন্ট সিস্টেমে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নতুন প্রযুক্তির মধ্যে রয়েছে ভয়েস অ্যাক্টিভেশন এবং রিমোট কন্ট্রোল সিস্টেম। ড্রাইভারের পাশের ফ্রন্ট সিটটি ইলেকট্রিক্যালি অ্যাডজাস্ট করে নেওয়া যাবে।
আউডি এ ৬ ম্যাট্রিক্স মডেলে রয়েছে ৭ স্পিড এস ট্রনিক ট্রান্সমিশন। দুর্ঘটনার ক্ষতি এড়াতে রয়েছে আটটি এয়ারব্যাগ।
গাড়ির ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে এয়ারকনের অত্যাধুনিক প্রযুক্তি। যেখানে ‘ইন্ডিভিজুয়াল টেম্পারেচার প্রেফারেন্স’ প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিভেদে গাড়ির ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে।
লিংক