ভারতে তৈরি হবে জাগুয়ার ল্যান্ড রোভার
ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভারকে ২০০৮ সালে কিনে নেয় ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস। বর্তমানে পূর্ব ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে রয়েছে জাগুয়ার ল্যান্ড রোভারের কারখানা। এর পাশাপাশি ভারতের কারখানায় যন্ত্রপাতি সংস্থাপনের কাজ করা হয়।
টাটার কর্ণধার রতন টাটা মনে করেন, গাড়ি নির্মাণে ভারতের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তবে হাঁটতে শেখার আগে দৌঁড়ানোর চেষ্টা করাটা বোকামি। তাই কিছুটা সময় নিয়েই কারখানার কাজে হাত দিতে চান তিনি।
২০০৮ সালে আড়াই হাজার কোটি ডলারে ব্রিটিশ প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভারকে যখন কিনে নিয়েছিল টাটা। সে সময় ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছিল ব্রিটিশ প্রতিষ্ঠানটি।
টাটার তত্ত্বাবধানে আসার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে প্রতিষ্ঠানটি। গত বছর চার লাখ ৬২ হাজার ৬৭৮টি গাড়ি প্রস্তুত করেছে তারা। যা কি না ২০০৮ সালের উৎপাদনের প্রায় দ্বিগুণ।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রতন টাটা বলেন, ‘আমরা ভারতে জাগুয়ার এবং রেঞ্জ রোভার গাড়ির যন্ত্রপাতি সংস্থাপন করছি। তবে সামনে আমরা এর চেয়েও বেশি কিছু করব। শুধু যন্ত্রপাতি সংস্থাপনের চেয়েও বেশি কিছু করা সম্ভব ভারতে।’
এরই মধ্যে আধুনিক প্রযুক্তির গাড়ি তৈরি করার জন্য টাটা একটি ল্যাব স্থাপন করেছে ভারতে। ধারণা করা হচ্ছে এসব ল্যাবে গাড়ির নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করছে তারা।