বেনাপোলে যাত্রীর সংখ্যা কমায় প্রায় ৪২ কোটি টাকার রাজস্ব ঘাটতি
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ২০২০-২১ অর্থবছরে ভারত ভ্রমণকারী যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় সরকারের ৪১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকার রাজস্ব ঘাটতি হয়েছে।
গত বছরের চেয়ে যাত্রীর সংখ্যা কমেছে আট লাখ ৩২ হাজার ৬৪৭ জন। ভ্রমণ খাতে এ সময় রাজস্ব ঘাটতি হয়েছে ৪১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে চিকিৎসা, পর্যটন ও বাণিজ্যিক খাতে এর বড় ধরনের প্রভাব পড়ে। তবে কর্তৃপক্ষ বলছে, দেড় বছর ধরে চলমান করোনার বিরূপ প্রভাবে নানা বিধিনিষেধে কমেছে যাত্রী পারাপার।
কাস্টমস সূত্র জানায়, প্রতি বছর বেনাপোল দিয়ে চিকিৎসা, ব্যবসা, শিক্ষা আর ভ্রমণে প্রায় ১৮ লাখ যাত্রী যাতায়াত করে দুদেশের মধ্যে। ভ্রমণ কর বাবদ সরকারের বছরে প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব আহরণ হয়ে থাকে।
করোনা সংক্রমণ রোধে গত বছরের ১৩ মার্চ ভারত সরকার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের ভারতে যাতায়াত। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত বছরের ১৫ আগস্ট ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করে স্বল্প পরিসরে মেডিকেল ও বিজনেস ভিসা চালু করে ভারত।
চলতি বছর ভারতে ফের করোনা মহামারি ছড়িয়ে পড়লে ২৩ এপ্রিল বাংলাদেশ সরকার ভারতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে আবারও বন্ধ হয়ে যায় যাত্রী পারাপার। বর্তমানে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে মেডিকেল ভিসা চালু রয়েছে শুধু মুমূর্ষু রোগীদের জন্য।