খাওয়া, ভ্রমণ ও মোবাইল খরচ বেড়ে গেল ভারতে
ভারতে খাওয়া, ভ্রমণ ও মোবাইলে আলাপের খরচ বেড়ে গেল। বেশির ভাগ সেবা পেতেই দেশটিতে খরচ বাড়বে। চলতি অর্থবছরে সেবাকর ১২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হয়েছে। এটি আজ সোমবার থেকে কার্যকর হচ্ছে।
এ ছাড়া রেল, বিমান, ব্যাংকিং, বিমা, বিজ্ঞাপন, স্থাপত্য, নির্মাণ, ক্রেডিট কার্ড, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ভ্রমণ পরিচালনা খাতে অতিরিক্ত কর দিতে হবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মোবাইল অপারেটর ও ক্রেডিট কার্ড কোম্পানি এরই মধ্যে মোবাইল বার্তার মাধ্যমে তাদের গ্রাহকদের অবহিত করেছে। বিলে নির্ধারিত পরিমাণ কর ধার্য করার বিষয়টি উল্লেখ থাকবে বলে জানানো হয়েছে।
আগে প্রথম সারির শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনে চড়লে ভাড়ার সঙ্গে ৩ দশমিক ৭ শতাংশ করারোপ ছিল, যা এখন দিতে হবে ৪ দশমিক ২ শতাংশ। অর্থাৎ দশমিক ৫ শতাংশ কর বাড়ল।
গত ২৮ ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, সেবাকর ১৪ শতাংশ করা হচ্ছে। তখন বলা হয়, পণ্য ও সেবাকর (এসজিটি) ২০১৬ সালের এপ্রিল থেকে কার্যকর হবে।
তবে আজ থেকে শিক্ষাসেবার ক্ষেত্রে ১৪ শতাংশ সেবাকর দিতে হবে।
‘সাচ্চা ভারত’ প্রকল্পের জন্য বিভিন্ন সেবার ওপর ২ শতাংশ সারচার্জ নেবে জানানো হলেও এখন পর্যন্ত তেমন কোনো ঘোষণা দেয়নি দেশটির সরকার।