দিগন্ত মিশে যেথা, নীল সাগরের জলে, লাল আভা সূর্য কিরণ পড়লো সাগরের বুকে। পড়ন্ত বিকেলের সূর্যাস্ত। নীল জলে লাল সূর্যের মিলনমেলা। এমন দৃশ্য ক্যামেরা বন্দি করতে সাগর পাড়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। কেউ ক্যামেরা কেউ বা মোবাইলে, সূর্যাস্তের এমন দৃশ্য স্মৃতির পাতায় আকড়ে রাখতে ব্যস্ত। ছবি: মোহাম্মদ ইব্রাহিম