উৎসে কর থাকছে না যেসব খাদ্যপণ্যে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় সংশোধনী প্রস্তাব করে বলেছেন, কতিপয় খাদ্যপণ্যের আমদানির ওপর উৎসে কর থাকছে না। খবর বাসসের।
অর্থমন্ত্রী গতকাল সোমবার সংসদে বাজেট আলোচনা চলাকালে এই সংশোধনী প্রস্তাব করে বলেন, শুকনো মরিচ, তেলবীজ, পরিশোধিত-অপরিশোধিত ভোজ্যতেল, চাল, চালের খুদ, গম, পরিশোধিত-অপরিশোধিত চিনি আমদানিতে উৎসে কর আদায় করা হবে না।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি আমার বাজেট বক্তব্যে আয়কর বিষয়ে ৭৩, ৭৪ পৃষ্ঠায় কতিপয় পণ্যের উৎসে করের পরিধি বৃদ্ধি ও করহার বর্ধিতকরণ করার প্রস্তাব করেছিলাম। এটা ভুল হয়ে গেছে। তাই এটা শোধরাতে চাই, যাতে এ নিয়ে কোনো আলোচনার সুযোগ না থাকে।’
মুহিত বলেন, শুকনো মরিচ, তেলবীজ, পরিশোধিত-অপরিশোধিত ভোজ্যতেল, চাল, চালের খুদ, গম, পরিশোধিত-অপরিশোধিত চিনি এগুলো আমদানি হলে উৎসে কর নিম্নহারে আগে ৩ শতাংশ ছিল, এবার ২ শতাংশ হারে উৎসে কর আদায় করার প্রস্তাব করা হয়। এই ‘উৎসে’ শব্দটি বাজারকে অস্থিতিশীল করে দিচ্ছে। সে জন্য এসব পণ্যের ওপর ২ শতাংশ উৎসে কর আদায় করা হবে না।