ঈদের শুভেচ্ছা জানালেন সালমান ও শাহরুখ

ঈদের শুভেচ্ছা জানানো সালমান আর শাহরুখ খানের এক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান —দু‘জনই ঈদ উৎসব পালন করেন জাঁকজমকভাবে। এবারও ভক্তদের কাছে ঈদের শুভেচ্ছাবার্তা পৌঁছে দিলেন বলিউডের এই দুই খান।
প্রতিবার ভাইজান বান্দ্রায় তাঁর ঠিকানা গ্ল্যালাক্সি অ্যাপার্টমেন্টের খোলা বারান্দা থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন ও তাঁদের ঈদের শুভেচ্ছা জানান। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের ঈদে ভাইজান খোলা বারান্দায় নয়, বুলেটপ্রুফ বারান্দায় এসে ভক্তদের দেখা দিলেন। প্রতিবারের মতো এবারও গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ছিল মানুষের ভিড়।
এদিন দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন ভাইজানকে একঝলক দেখার জন্য। এবারও এই বলিউড সুপারস্টার কাউকে নিরাশ করেননি। সোমবার বিকেলে সাদা পাঞ্জাবি-পাজামা পরে বলিউডের ভাইজান এসেছিলেন বারান্দায়।
সালমানের এই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে, ভাইজানের সঙ্গে আছে তাঁর ভাগনে–ভাগনি আহিল ও আয়ত শর্মা। একটি ভিডিওতে দেখা গেছে, তিনি আয়তের সঙ্গে কথা বলছেন। গ্যালাক্সির বাইরে মানুষের মিছিল দেখে দুই খুদেও অবাক হয়েছে। তারাও মামার দেখাদেখি হাত নেড়ে ঈদ মোবারক জানাচ্ছে।
অন্যদিকে, শাহরুখ খানের অনুরাগীরা ঈদের সময় তাকে এ ঝলক দেখা ও তার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন। প্রতি ঈদের সময় কিং খানের বাড়ির সামনে ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়। সেই দৃশ্য গণমাধ্যমে শিরোনাম হয়ে আসে। কিন্তু এবারের ঈদে এখন পর্যন্ত এমন কোনো খবর পাওয়া যায়নি। তবে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাদশা।
তবে শাহরুখ তার ফেসবুকে আজ (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। আমার হৃদয়ে কৃতজ্ঞতা এবং দোয়া সবার জন্য।’
শাহরুখ খান আরও লেখেন, ‘আশা করি আপনারা দিনটি কোলাকুলি, বিরিয়ানি খাওয়া ও অফুরন্ত ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে পার করছেন। সবাই সুখে থাকুন, নিরাপদে থাকুন। সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুন!’