মুনাফায় ফিরেছে এলআর গ্লোবাল বাংলাদেশ ফান্ড ওয়ান
শেয়ারবাজারে তালিকাভুক্ত এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফায় ফিরেছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এ ফান্ডের মুনাফা হয়েছে ১৯ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় ৬৪ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে এর লোকসান ছিল নয় কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা ও ইউনিটপ্রতি লোকসান ৩০ পয়সা।
চলতি হিসাব বছরের নয় মাসে (অক্টোবর-জুন) মুনাফা হয়েছে নয় কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় ৩০ পয়সা। এর আগের হিসাব বছরের এই নয় মাসে ফান্ডটির মুনাফা হয় ১৪ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় ৪৮ পয়সা। অর্থাৎ এ নয় মাসে মুনাফা কমেছে ৩৮ শতাংশ।
২০১৪ সালের হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা, ইউনিটপ্রতি আয় ৬৯ পয়সা ও ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১০ টাকা ৯৮ পয়সা।
গত এক মাসের মধ্যে এ ফান্ডের ইউনিটের সর্বনিম্ন দাম ছিল তিন টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ চার টাকা ২০ পয়সা।