ইউসিবির ইপিএস ২.৭ টাকা

চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) ইউনাটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা সাত পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে এর ইপিএস ছিল এক টাকা ৯৩ পয়সা। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের এপ্রিল-জুন সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে এক টাকা ২৬ পয়সা, যা আগের হিসাব বছরের এই তিন মাসে ছিল ৯৭ পয়সা।
চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি তারল্য প্রবাহ ঋণাত্মক (সাত টাকা ৩৭ পয়সা) অবস্থায় রয়েছে। আগের বছরের একই সময়েও শেয়ারপ্রতি তারল্য প্রবাহ ঋণাত্মক (চার টাকা ৭৭ পয়সা) অবস্থায় ছিল।
২০১৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২৪ টাকা ৬২ পয়সা।
কোম্পানির শেয়ারসংখ্যা ১০০ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৯৫৭টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪২ দশমিক শূন্য ২ শতাংশ, সরকার দশমিক ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৯ দশমিক ৩৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৭৯ শতাংশ শেয়ার রয়েছে।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম দাঁড়িয়েছে ১৯ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ২০ টাকা ৫০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ৬ দশমিক ৩।