চট্টগ্রামে অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপোর সমাপ্তি
চট্টগ্রামে শেষ হয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) আয়োজিত অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপো-২০১৫। এই মেলায় ২০২১ সালের মধ্যে ৫০০ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণে নিজেদের বিভিন্ন পরিকল্পনার কথা জানান বিজিএমইএ নেতারা।
চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লু-তে ৬ আগস্ট থেকে তিনদিনব্যাপী মেলায় অংশ নেয় দেশি-বিদেশি ৭৩টি স্টল। এর মধ্যে ছিল অগ্নি নিরাপত্তা সামগ্রী বিপণনকারী ২৫টি প্রতিষ্ঠানের স্টল।
মেলা চলাকালে পোশাক খাতে বিনিয়োগ ও শ্রম নিরাপত্তা শীর্ষক চারটি পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়। এসব সেমিনারের সার-সংক্ষেপ সমৃদ্ধ একটি রোডম্যাপ সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ নেতারা।