গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট গাজীপুরে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কারখানার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
আজ রোববার বার্নিকাট গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনায় কনকর্ড গ্রুপের তৈরি পোশাক কারখানা জিকন গার্মেন্টস লিমিটেড পরিদর্শন করেন।
এ সময় বার্নিকাট বলেন, ‘এই কারখানার মতো যদি এ দেশের কারখানাগুলো নিয়ম মেনে চলে, তাহলে বায়াররা এ দেশে অবশ্যই আসবেন এবং আপনারা অবশ্যই ব্যবসা পাবেন। কারখানা চালানোর জন্য যেসব নিয়ম রয়েছে তাঁর সবই এখানে মেনে চলা হয়।’
বার্নিকাট আরো বলেন, ‘শ্রমিকরা যে কারখানার আসল সম্পদ-এটা এই কারখানা দেখিয়েছে। এই কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা, সিঁড়ি সব কিছুই ভালো। এ ধরনের মান বজায় রাখলে পোশাক কারখানার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।’
বার্নিকাট কারখানার বিভিন্ন ফ্লোর ঘুরে নিরাপত্তা ব্যবস্থা, কারখানায় কর্মরত শ্রমিকদের কর্ম-পরিবেশ, সুযোগ-সুবিধা, পোশাকের মান ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করেন। পরে মালিক-কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন, ব্যবস্থপনা পরিচালক এস কে লালাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।