ব্যাংক সুদের হার এক অঙ্কে নেই, ব্যবসায়ীদের অভিযোগ
ব্যাংক সুদের হার এক অঙ্কে রাখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানের কাছেই এসব অভিযোগ করেন ব্যবসায়ীরা।
বিষয়টি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন ড. মশিউর রহমান।
আজ সোমবার ‘উন্নয়ন রোডম্যাপ-চট্টগ্রাম বিভাগ’ শীর্ষক সেমিনারে এসব কথা জানান মশিউর রহমান। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহায়তায় ওই সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটি।
ড. মশিউর রহমান বলেন, ‘ব্যাংক ঋণের ব্যাপারে কথা ওঠেছে। এটা প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দৃষ্টিতে আমরা আনব, যেটা ঘোষণা করা হয়েছে। কিন্তু বাস্তবায়িত না হওয়ার ফলে একটা বিভ্রান্তি বা অসুবিধার সৃষ্টি হচ্ছে। যেকোনো রেটই হোক, নির্দিষ্ট থাকলে সেই অনুযায়ী কাজ করতে পারে। কিন্তু যখন জানি যে, রেটের পরিবর্তন হবে তখন যে ইনভেস্ট করবেন, যে ব্যবসা করবেন, সে দ্বিধা বোধ করে। যে আসলে রেটটা কি? এটার নিশ্চিত সিদ্ধান্ত এবং তাঁর বাস্তবায়ন হওয়া উচিত।’
এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, ‘দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম। বন্দর কার্যক্রম ব্যাহত হলে জাতীয় অর্থনীতি ব্যাহত হবে। তাই, বন্দর সমূহের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রস্তাবিত বে টার্মিনাল প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’