Beta

অর্থায়নের বড় উৎস কর

১৩ জুন ২০১৯, ১৮:৩৩

অনলাইন ডেস্ক

প্রস্তাবিত বাজেটের অর্থায়নের সিংহভাগই আসছে কর থেকে। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে আসছে ৬২ দশমিক ২ শতাংশ।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় ওই বিষয়ে জানানো হয়। প্রথমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তব্য শুরু করলেও তিনি অসুস্থ থাকায় বাজেটের বাকি অংশ পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত করের মধ্যে মূল্য সংযোজন কর থেকেই আসছে ৩৭ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া আয়কর থেকে ৩৫ শতাংশ, সম্পূরক শুল্ক থেকে ১৪ দশমিক ৮ শতাংশ, আমদানি শুল্ক থেকে ১১ দশমিক ২ শতাংশ এবং অন্যান্য খাত থেকে আসছে ১ দশমিক ২ শতাংশ অর্থ।

জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আসছে ২ দশমিক ৮ শতাংশ অর্থ। কর ব্যতীত প্রাপ্তি থেকে ৭ দশমিক ২ শতাংশ, অভ্যন্তরীণ ঋণ থেকে ১৪ দশমিক ৮ শতাংশ, বৈদেশিক ঋণ থেকে ১২ দশমিক ২ শতাংশ এবং বৈদেশিক অনুদান থেকে আসছে শূন্য দশমিক ৮ শতাংশ অর্থ।

বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রস্তাবিত বাজেট ১২ দশমিক ৬১ শতাংশ বড়। ৩০ জুন এই বাজেট পাস হবে।

Advertisement