বাবার কাছে চলে যেতে চাইলেন ইরফানপুত্র, চিন্তিত ভক্তরা
নিউরোন্ডোক্রেইন ক্যানসারে ২০২০ সালের ২৯ এপ্রিল প্রয়াত হন ইরফান খান। এরপর থেকে ইরফানপুত্র বাবিল বাবাকে হারানোর যন্ত্রণা সইছেন।
তবে সম্প্রতি এমন কিছু শেয়ার করলেন বাবিল যা উদ্বিগ্ন করছে অনুরাগীদের। ইনস্টাগ্রাম স্টোরিতে বাবিল লেখেন, ‘মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে বাবার কাছে চলে যাই।’
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পোস্টটি দেওয়ার পর দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপর প্রশ্ন উঠেছে, ২৫ বছর বয়সী বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে। যদিও ক্ষাণিক পরেই বাবাকে নিয়ে পোস্টটি ডিলিট করে দেন বাবিল। তবে তার আগেই পোস্টটি ছড়িয়ে পড়ে সোশ্যাল হ্যান্ডেলে।
২০২২ সালে ‘কালা’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে বলিউডে অভিষেক করেন বলিউডের বরেণ্য অভিনেতা ইরফান খান পুত্র বাবিল খান। তবে ছেলেকে রুপালি পর্দায় দেখে যেতে পারেননি প্রয়াত অভিনেতা ইরফান খান।