Beta

২০ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

১৯ মার্চ ২০১৫, ১৫:০৮ | আপডেট: ১৯ মার্চ ২০১৫, ১৫:১২

অনলাইন ডেস্ক

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের ৫০ লাখ দরিদ্র মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে ২০ কোটি মার্কিন ডলার সুদহীন ঋণের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিভিত্তিক সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জীবনমান উন্নয়ন প্রকল্প ‘নতুন জীবন’-এর আওতায় এসব অর্থ দেশের ২১ জেলার দরিদ্র মানুষের জন্য ব্যয় করা হবে।

বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সমিতি এ ঋণ সরবরাহ করেছে। ৩৮ বছর মেয়াদি এই ঋণের গ্রেস পিরিয়ড ছয় বছর। শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।

বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, এ প্রকল্প গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকায় এবং ব্যবসায়িক অংশীদারির মাধ্যমে বাজারে প্রবেশে সহায়তা করবে। এ প্রকল্প থেকে ক্ষুদ্র গ্রামীণ অবকাঠামোতেও অর্থায়ন করা হবে। দরিদ্র ও অতিদরিদ্ররা প্রকল্পের আওতায় সহায়তা পাবে, যারা বেশির ভাগ সময় ক্ষুদ্রঋণ সুবিধার বাইরে থাকছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক জোহানেস জাট বলেন, ‘দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। গত দশকে এক কোটি ৬০ লাখ মানুষকে দারিদ্র্যের বাইরে এনেছে। দারিদ্র্য এখনো বড় উন্নয়ন চ্যালেঞ্জ। গ্রামীণ অঞ্চলে প্রায় চার কোটি ৭০ লাখ মানুষ দরিদ্র।’

Advertisement