এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড ও আইসিবির চুক্তি
এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের উদ্যোক্তা ও ট্রাস্টির মধ্যে ট্রাস্ট দলিল স্বাক্ষর হয়েছে। বেমেয়াদি এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ন্যূনতম ১০ কোটি টাকা সংগ্রহ করা হবে।
গতকাল সোমবার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষরের সময় উদ্যোক্তা কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিনহাজ জিয়া, ভাইস চেয়ারম্যান মাহফুজ-উর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক সামসুল হক উপস্থিত ছিলেন।
সম্পদ ব্যবস্থাপক কোম্পানির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইদ-উর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক মো. এমরান হাসান, প্রধান আর্থিক কর্মকর্তা শঙ্কর চন্দ্র পাল, প্রধান বিনিয়োগ কর্মকর্তা মো. নাফিজ আল তারিক প্রমুখ।
ট্রাস্টি ও হেফাজতকারী প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উজ জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনা জনপ্রিয়তা অর্জন করলেও এখনো শেয়ারবাজারে শরিয়াহভিত্তিক পণ্য আশানুরূপ বিস্তার লাভ করেনি। কিন্তু দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে শরিয়াহসম্মত পণ্যে বিনিয়োগে যথেষ্ট আগ্রহ ও চাহিদা রয়েছে।
২০১৫ সালে সম্পদ ব্যবস্থাপক কোম্পানিটি তাদের পরিচালিত প্রথম মেয়াদি মিউচুয়াল ফান্ড এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের কার্যক্রম শুরু করে। ওই ফান্ডের সম্পদের বর্তমান বাজারমূল্য ১১ টাকা ৮৭ পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্তির তিন মাস পর ফান্ডটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।