তৈরি পোশাকশিল্প খাতে সংলাপ আহ্বান আইএলওর
দেশের তৈরি পোশাক খাতের সার্বিক কল্যাণের জন্য সরকারের প্রতিনিধি, মালিক ও শ্রমিকদের মধ্যে ‘সামাজিক সংলাপ’ আহ্বান করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় আইএলওর সহকারী মহাপরিচালক এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক টোমোকো নিশিমোটো এ আহ্বান জানান।
‘সামাজিক সংলাপ ও শিল্প সম্পর্ক শক্তিশালীকরণ’ শীর্ষক জাতীয় ত্রিপক্ষীয় মতবিনিময় সভায় নিশিমোটো বলেন, সামাজিক সংলাপের মাধ্যমে ব্যবসায়ী ও শ্রমিক উভয়েই লাভবান হবে। পাশাপাশি এতে ভালো শিল্প সম্পর্ক গড়ে উঠবে।’
ডেনমার্ক ও নরওয়ে সরকারের সহযোগিতায় আইএলও আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বাসস জানায়, বাংলাদেশে উন্নত কর্মপরিবেশ সৃষ্টি ও শিল্প সম্পর্ক উন্নয়নে সরকার, মালিক, শ্রমিক সংগঠন ও উন্নয়ন সহযোগী অংশিদারদের ভালো বোঝাপড়া প্রয়োজন বলে মনে করে আইএলও।
নিশিমোটো বলেন, ‘সামাজিক সংলাপ শ্রমিকের মজুরি বাড়ানো ও ভালো কর্মপরিবেশ সৃষ্টিতে সহায়তা করবে। এর মাধ্যমে শ্রমিকদের সংগঠিত হওয়ার স্বাধীনতা ও শ্রমমজুরি নিয়ে দরাদরির অধিকার প্রতিষ্ঠিত হতে পারে।’
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বাংলাদেশ এম্প্লয়ার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সাবরিনা ইসলাম, বাংলাদেশ তৈরি পোশক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) মো. আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট খাতের নেতারা সভায় উপস্থিত ছিলেন।