এবারের বাজেটে অগ্রাধিকার বিদ্যুৎ ও যোগাযোগ খাতে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/29/photo-1430299643.jpg)
আসছে অর্থবছরে (২০১৫-১৬) বাজেটে বিদ্যুৎ ও যোগাযোগ খাত অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন অর্থমন্ত্রী।
সভায় অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সচিব, এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, ইআরএফের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ বাদল ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। বাজেট-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও যোগাযোগ খাত অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন ও স্যানিটেশন গুরুত্ব পাবে।’
‘২০১৮ সালের যে বাজেট পেশ করা হবে, তা হবে পাঁচ লাখ কোটি টাকার। আগামী ২০১৬ সালের জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর করা হবে। গতবারের মতো এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। কালো টাকার মালিকরা এনবিআরের আইন ও বিধি মেনে ১০ শতাংশ জরিমানা দিয়ে বিনিয়োগ করতে পারবেন।’
অর্থমন্ত্রী বলেন, ‘জিডিপি চলতি অর্থবছরে ৭ শতাংশের কাছাকাছি হবে। তবে আগামী অর্থবছরে তা আরো বাড়বে।’