এফবিসিসিআই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ মাতলুব প্যানেল
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) দ্বিবার্ষিক (২০১৫-১৬) নির্বাচনে চেম্বার গ্রুপে ১৬টি পরিচালক পদের মধ্যে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ প্যানেলের ১২ জন নির্বাচিত হয়েছেন। আর অ্যাসোসিয়েশন গ্রুপের ১৬টি পদের মধ্যে উন্নয়ন পরিষদের ১৩ জন নির্বাচিত হয়েছেন।
এফবিসিসিআইর বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের চারজন জয়ী হয়েছেন। অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, ড. কাজী এরতেজা হাসান ও শাফকাত হায়দারের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদের তিনজন জয়ী হয়েছেন।
গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ২৯টি বুথে ভোটাররা ভোট দেন। রাত ৮টায় শুরু হয় চেম্বার গ্রুপের ভোটগণনা, যা শেষ হয় রাত ১১টায়। এর পর রাত ১২টায় অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটগণনা শুরু হয়। আজ রোববার সকালে ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি।
চেম্বার থেকে উন্নয়ন পরিষদের আমিনুল হক শামীম ৩৩৫, দিলীপ কুমার আগরওয়াল ৩১৮, গাজী গোলাম আসরিয়া ৩১২, শেখ ফজলে ফাহিম ২৯৬, মো. নিজাম উদ্দিন ২৯৫, প্রবীর কুমার সাহা ২৮৫, নূরুল হুদা মুকুট ২৬৪, হাসিনা নেওয়াজ ২৫৫, নাগিবুল ইসলাম দীপু ২৪৯, মো. বজলুর রহমান ২৪০, আনোয়ার সাদত সরকার ২৩৯ ও রেজাউল করিম রেজনু ২০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
অন্যদিকে, অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে উন্নয়ন পরিষদ প্যানেলে হেলাল উদ্দিন এক হাজার ৯৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন। এক হাজার ৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নিজামউদ্দিন রাজেশ, এক হাজার ৪৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন হারুনুর রশিদ। এ ছাড়া শামীম আহসান এক হাজার ৩৮, আবু মোতালেব এক হাজার ১৮, হাবিব উল্লাহ ডন এক হাজার ১২, কে এম আক্তারুজ্জামান ৯৭৬, সোয়েব চৌধুরী ৯৭০ ভোট, মুনতাকিম আশরাফ ৯৬৭ ভোট, এস এম জাহাঙ্গীর হোসেন ৯৬৬ ভোট, আবু নাসের ৯৫১ ভোট, আমিন হেলালী ৯০৪ ভোট ও শফিকুল ইসলাম ভরসা ৮৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ থেকে প্যানেল লিডার ও চট্টগ্রাম উইমেন চেম্বারের মনোয়ারা হাকিম আলী, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মো কহিনূর ইসলাম ও মাসুদ পারভেজ খান ইমরান নির্বাচিত হয়েছেন।
অ্যাসোসিয়েশন থেকে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের রোটারিয়ান আবুল আয়েস খান, খন্দকার রুহুল আমিন ও শাফকাত হায়দার জয়ী হয়েছেন।
সরাসরি ভোটের জন্য তিন প্যানেল থেকে ৬৪ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। মোট ভোটার সংখ্যা দুই হাজার ১৯৬ জন। চেম্বার গ্রুপের ৪৩৬ জনের মধ্যে ৪১৮ জন এবং অ্যাসোসিয়েশন থেকে এক হাজার ৭৬৬ জনের মধ্যে এক হাজার ৫৩২ জন ভোট দিয়েছেন।
এবার বোর্ডে ৫২ পরিচালক থাকবেন। এর মধ্যে অ্যাসোসিয়েশন ও চেম্বার গ্রুপ থেকে সরাসরি ভোটে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হবেন এবং দেশের গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ২০ জন পরিচালক মনোনীত হবেন। তফসিল অনুযায়ী, ২৫ মে সভাপতিসহ একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও একজন সহসভাপতি পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন।