মাতলুব আহমাদের প্যানেল ১২টি পদে জয়ী
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক নির্বাচনে চেম্বার গ্রুপে ১৬টি পদের মধ্যে মাতলুব আহমাদের উন্নয়ন পরিষদ ১২টি পদে এবং মনোয়ারা হাকিম আলীর স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ ৪টি পদে জয়ী হয়েছে।
urgentPhoto
শনিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর পর কিছুটা বিশৃঙ্খলা দেখা গেছে। মতিঝিলে ফেডারেশন ভবনের সামনে জায়গা দখল নিয়ে বিভিন্ন প্যানেলের পরিচালক প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরবর্তীতে বিকেল ৫টা পর্যন্ত শান্ত পরিবেশের ভোটগ্রহণ চলে। মোট ২৯টি বুথে ভোটাররা ভোট দেন। রাত ৮টায় শুরু হয় এফবিসিসিআই এর দ্বিবার্ষীক নির্বাচনের ভোট গণনা।
এবারের নির্বাচনে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন পরিচালক প্রার্থীরা। প্যানেলগুলো হলো নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ; সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, ড. কাজী ইরতেজা হাসান ও শাফকাত হায়দারের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদ এবং এফবিসিসিআইর বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ।
এবার বোর্ডে ৫২ জন পরিচালক থাকবেন। এর মধ্যে অ্যাসোসিয়েশন ও চেম্বার গ্রুপ থেকে ১৬ জন করে মোট ৩২ জন সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হবেন এবং দেশের গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ২০ জন পরিচালক মনোনীত হবেন।
সরাসরি ভোটের জন্য তিন প্যানেল থেকে ৬৪ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৯৬ জন। আজ পরিচালক নির্বাচনের পরে ২৫ মে সভাপতিসহ একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও একজন সহসভাপতি পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন।