মাছের বাজারে অস্থিরতা বাড়ছেই
হু হু করেই বেড়ে চলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ইতোমধ্যে মুরগি, গরু ও খাসির মাংসের দাম সাধারণ মানুষদের নাগালের বাহিরে চলে গেছে। এরমধ্যেই নতুন করে মাছের বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা।
আজ শুক্রবার (১৬ জুন) সকালে রাজধানীর কারওয়ান বাজার, খিলগাঁও, মিরপুর, যাত্রাবাড়ী, রামপুরা, শনির আখড়াসহ বিভিন্ন মাছের বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সীমিত আয়ের মানুষদের পছন্দের তেলাপিয়া বা পাঙাশের মতো মাছের দামও অনেক বাড়তি। তেলাপিয়া ও পাঙাসের দাম কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। আর একটু বেশি পছন্দের মাছের দাম বেড়েছে কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।
যাত্রাবাড়ীতে দেখা গেছে, বাজারে তেলাপিয়া ও পাঙাশ মাছের দাম এখন প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা। অথচ, এক সপ্তাহ আগেও তা ছিল ২২০ থেকে ২৩০ টাকার মধ্যে। অন্য মাছের মধ্যে মাঝারি ও বড় আকারের চাষের রুই, কাতলা ও মৃগেল মাছের দাম প্রতি কেজি ৩৪০ থেকে ৪০০ টাকা। এসব মাছের দামও সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। আর উন্মুক্ত জলাশয়ের (নদ-নদীর) মাছ কিনতে ক্রেতাকে কেজিপ্রতি গুনতে হচ্ছে আরও ১০০ থেকে ১৫০ টাকা বেশি।
মাছের বাজার ঘুরে আরও দেখা গেছে, পাঙাশ মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, চাষের কই ২৮০ থেকে ৩০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং মাছ (ছোট) প্রতি কেজি ৪২০ থেকে ৪৫০ টাকা, কাচকি মাছ ৪০০ থেকে ৪২০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৬৫০ টাকা, ট্যাংরা ৫৫০ থেকে ৬৫০ টাকা, রুই মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকা, সিলভার কার্প (ছোট) ২৫০ থেকে ২৮০ টাকা, বড় কাতল প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকা, চিংড়ি প্রতি কেজি ৬৮০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারে দেখা গেছে, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা, গাজর ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৬০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, শসা ৬০ টাকা, ঝিঙা ৫০ থেকে ৬০ টাকা, জালি কুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে, বাজারে ব্রয়লারের দামও বাড়তি, যা বর্তমানে ২২০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি সোনালি ২৮০ ও লাল লেয়ার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে, গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস মানভেদে প্রতি কেজি এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।