রাজধানীতে টেডএক্স গুলশানের দ্বিতীয় আসর অনুষ্ঠিত
রাজধানীতে শনিবার (৪ নভেম্বর) টেডএক্স গুলশানের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। ‘ইনোভেশন ফর ইক্যুয়ালিটি’ অর্থাৎ ‘সমতার জন্য উদ্ভাবন’—প্রতিপাদ্যের অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ড. শিরীন শারমিন তার বক্তব্যে দেশের প্রথম নারী স্পিকার হওয়ার গল্প তুলে ধরেন। কীভাবে উদ্ভাবন ও সমতার বিষয়টি পাবলিক সেক্টরে অন্তর্ভুক্ত করা যায়, তা উঠে আসে।
স্পিকার বলেন, ‘উদ্ভাবন শুধু প্রাইভেট সেক্টরেই সীমাবন্ধ নয়, বরং এটি পাবলিক সেক্টরের পরিবর্তনের চালিকা শক্তি এবং নারীদের নেতৃত্বকে ক্ষমতায়িত করে।’
স্পিকার ড. শিরীন শারমিনসহ অনুষ্ঠানে বক্তব্য দেন দেশি-বিদেশি ১৬ জন অতিথি। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, ‘সমতা অর্জনের জন্য উদ্ভাবনই আমাদের চালিকা শক্তি হওয়া উচিত। টেড এক্স গুলশান এই বার্তাটি ছড়াতে আবারও তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।’
অনুষ্ঠানে বোয়িং ইন্ডিয়ার চিফ অব স্টাফ প্রাভিনা ইয়াগনামভাত বলেন, ‘উদ্ভাবনই সমতার চাবিকাঠি। আমার জার্নিই প্রমান করে, একজনই পরিবর্তন আনতে পারে।’
বিবিসি স্টোরিওয়ার্কসের কন্টেন্ট স্ট্রাটেজিস্ট অঙ্কিতা বকশী বলেন, ‘আমাদের গল্পের মাধ্যমে আমরা বাধা অতিক্রম করতে পারি এবং সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষকে একত্রিত করতে পারি।’
ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেসন মো. আবুল কাইয়ুম তার বক্তব্যে সমতা রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।
আবুল কাইয়ুম বলেন, ‘টেডএক্স গুলশান পরিবর্তনমূলক আলোচনায় প্রভাবক হিসবে কাজ করেছ। আমি এতে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক, গায়ক ও গীতিকার শায়ান চৌধুরী অর্ণব, কোকা-কোলা বাংলাদেশের হেড অব মার্কেটিং আবীর রাজবীন, এটুআইয়ের ন্যাশনাল কনসালটেন্ট অ্যাক্সেসিবিলিটি ভাস্কর ভট্টাচার্য, রেডিও জকি ও টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক কিবরিয়া সরকার, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, সাবেক সেনা কমান্ডো ও ট্রায়াথলিট ইমতিয়াজ ইলাহী ও ব্র্যাকের পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনসের জ্যেষ্ঠ পরিচালক মৌটুসী কবির।
টেডএক্স গুলশানের কিউরেটর আশফাক জামান বলেন, ‘আমাদের আয়োজনের সফলতার মূল কৃতিত্ব বক্তাদের। বক্তারা তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে দর্শকদের অনুপ্রানিত করেছেন। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের উদ্ভাবন এবং আমাদের সামাজিক মেলবন্ধন বিশ্বমঞ্চে তুলে ধরতে পারি।’
এ আয়োজনের নলেজ পার্টনার ছিল লিড একাডেমি। টেডএক্সের ভিডিওগুলো তাদের অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।
টেডএক্স গুলশানের স্ট্রাটেজেটিক পার্টনার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও গোল্ড পার্টনার হিসেবে ছিল কোকা-কোলা, সিলভার পার্টনার ছিল ডেল্টা গ্রিন লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, ড্যান ফুড লিমিটেড ও প্রাইম ব্যাংক লিমিডেট। আইসক্রিম পার্টনার ছিল পোলার আইসক্রিম, পিআর পার্টনার ছিল ব্যাকপেইজ পিআর, টিকেটিং পার্টনার ছিল টিকেটিফাই এবং ইয়ুথ এঙ্গেইজমেন্ট পার্টনার ছিল ওয়াইএসএসই।