স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার ফুল দিয়ে ইসলামী ব্যাংকের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি : ইসলামী ব্যাংক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) এই উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন ও মোহাম্মদ নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।