বিদেশি মোবাইল ফোন আনতে দিতে হবে কর
বিদ্যমান ব্যাগেজ বিধিমালার অধীনে একজন যাত্রী শুল্ক ও কর পরিশোধ ছাড়া দুটি নতুন মোবাইল ফোন বিদেশ থেকে আনতে পারেন। তবে নতুন বাজেটে এ সুবিধা থাকছে না। এবার থেকে নতুন নিয়ম মেনে বিদেশ থেকে মোবাইল ফোন আনতে হবে।
গতকাল বৃহস্পতিবার (৬ জুন) সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, ব্যাগেজ বিধিমালা২০২৩-এ পরিবর্তন আনছে সরকার। সেই সঙ্গে নতুন নিয়মও চালু করা হচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ সুবিধা বাদ দেওয়ার কথা জানিয়ে শুল্ক ও কর পরিশোধ ছাড়া এখন থেকে কেবল দুটি ব্যবহৃত মোবাইল ফোন আনার সুবিধা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করে যাত্রীরা নিজের সঙ্গে একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।
২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুসারে, বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে না থাকা আনঅ্যাকোম্পানিড ব্যাগেজ সংগ্রহে এখন থেকে অর্থ খরচ করতে হবে।
ব্যবসার উদ্দেশ্যে আনা ব্যাগেজের অপব্যবহার রোধে আনঅ্যাকোম্পানিড ব্যাগেজ শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে খালাস করার বিধান প্রস্তাব করা হয়েছে বাজেটে। বর্তমান বিধিমালা অনুযায়ী, যাত্রীরা তাদের আনঅ্যাকোম্পানিড ব্যাগেজ কোনো খরচ ছাড়াই বিমানবন্দরে সংগ্রহ করতে পারেন।
‘বাণিজ্যে সমতার স্বার্থে’ অর্থমন্ত্রী এ নিয়ম পরিবর্তন করে কেবল শুল্ক ও কর পরিশোধের পরে যাত্রীর সঙ্গে না থাকা ব্যাগেজ ক্লিয়ারেন্সের অনুমতি দেওয়ার প্রস্তাব করেছেন।
এর আগে প্রস্তাবিত বাজেট অনুমোদনে দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন।