বিএনপি ক্ষমতায় গেলে বাজেট হবে কৃষিবান্ধব
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের বাজেটকে কৃষিবান্ধব বাজেট করা হবে বলে জানিয়েছেন কৃষক সমাবেশে বক্তারা।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশে এ কথা বলেন বক্তারা।
কৃষক সমাবেশে বক্তারা বলেন, কৃষকরাই দেশের মূল শক্তি। তাদের পরিশ্রমের ফসল ভোগ করে ১৮ কোটি মানুষ। তাই আগামীর বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ।
ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক টি এস আইউব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, জেলা কৃষক দলের সভাপতি মকবুল হোসেন প্রমুখ।
সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এ কৃষক সমাবেশ। সমাবেশে হৈবতপুর ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে শত শত কৃষক গরুর গাড়ি, ট্রাক্টরসহ নানা কৃষি সরঞ্জাম ও বিভিন্ন ধরনের ফসল নিয়ে উৎসবমুখর পরিবেশে হাজির হন।
সমাবেশ শেষে কৃষকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।