লাখো মানুষের হৃদয় ছুঁয়েছে হোলসিমের ঈদের বিজ্ঞাপন
কোরবানির ঈদ উপলক্ষে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড তাদের প্রথম শর্ট ফিল্ম বিজ্ঞাপন প্রচার করেছে হোলসিম বাংলাদেশের ফেসবুক পেজে থেকে। এটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। ‘কোরবানির প্রকৃত মহিমা’ শিরোনামের এই বিজ্ঞাপনটি, ফেইসবুকে প্রচারের তিন দিনের মধ্যেই এক কোটি ভিউ পেয়েছে। যা একটি হাই পারফরমিং বিজ্ঞাপন বলছেন মার্কেটিং বিশেষজ্ঞরা।
চার মিনিট ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের এই ফিল্মটি তিন সদস্যের একটি দরিদ্র পরিবারের গল্প। যেখানে একজন ব্যক্তি, তার স্ত্রী, তাদের ছয় বছরের কন্যা এবং তাদের পোষা গরু—সুলতানের গল্প রয়েছে। গল্পটিতে বর্ষাকালে ছাদ ফুটো এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে ঠিক করতে না পাড়ার বিষয়টা দেখা যায়। দম্পতি তাদের ছাদ মেরামতের জন্য কোরবানিতে তাদের ছোট গরুটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। গরুর মালিক তার এই ছোট সুলতানকে বিক্রির সংগ্রামে কোরবানির পশুর হাটে চলে যায়। পারবে কি ছোট গরুটি বিক্রি করতে? গল্পের শেষাংশে একটি মিষ্টি মোড় আসে এবং বিজ্ঞাপনটি দর্শকদের উদ্দেশে রেখে যায় সুন্দর দুটি বার্তা।