বরগুনায় বাড়ছে ইলিশ আমদানি, দামে নেই স্বস্তি
বরগুনায় ইলিশের আমদানি বেড়েছে। যদিও এখনও দামে তেমন স্বস্তি মেলেনি বলে অভিযোগ ক্রেতাদের। তবে, এই মৌসুমে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার আশা রয়েছে। ফলে দাম কমে আসবে বলে আশা বিক্রেতাদের।
জেলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের (বিএফডিসি) বিপনন বিভাগ জানিয়েছে, গত বুধবার (১৪ আগস্ট) থেকে আজ শুক্রবার পর্যন্ত তিন দিনে সাড়ে তিন টন ইলিশ এসেছে। এরমধ্যে বৃহস্পতিবারই ইলিশের আমদানি ছিল দেড় টন।
স্থানীয় ক্রেতারা জানান, সাগরের ইলিশের চেয়ে পায়রা, বিষখালি ও বলেশ্বর নদীর ইলিশের স্বাদ বেশি। জেলায় সাগর থেকে ধরা (এক কেজি ওজনের) ইলিশের কেজি প্রতি দাম এক হাজার ২০০ টাকা। অন্যদিকে, নদীর ইলিশের দাম কেজি প্রতি এক হাজার ৫০০ টাকা।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গতবছরের তুলনায় এবার ইলিশ কম। তবে, প্রতিনিয়ত মাছের পরিমাণ বাড়ছে। আজ এক কেজি সাইজের ইলিশের মণপ্রতি পাইকারি দর ছিল ৭০ হাজার টাকা।
জেলা মৎস্য বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এখনও মৌসুমের অনেকটাই বাকি। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার আশা রয়েছে।