আইপিডিসি আনসাং উইমেনের ৭ম আসর অনুষ্ঠিত
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং দ্য ডেইলি স্টারের উদ্যোগে সমাজ পরিবর্তনে ভূমিকা পালনকারী দেশের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সংগ্রামী নারীদের সম্মাননায় ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস’ আয়োজিত হয়। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ অনুষ্ঠিত এর ৭ম আসরে এমনই পাঁচজন নারীকে সম্মাননা দেওয়া হয়।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আসামান্য অবদান রাখার জন্য এবছর যাদের পুরস্কৃত করা হয়েছে তারা হলেন—রাজশাহীর মোছা. সুরাইয়া ফারহানা রেশমা, যশোরের নাসিমা আক্তার, কক্সবাজারের টিটু পাল, সাতক্ষীরার আলপনা রানী মিস্ত্রি ও হ্লাক্রয়প্রু খেয়াং।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামসহ আরও অনেকে।
২০১৭ সাল থেকে প্রতিবছর এমন সংগ্রামী নারীদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য ভূমিকা রাখার জন্য ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস’ প্রদান করে আসছে আইপিডিসি ও ডেইলি স্টার। এ পর্যন্ত ৪২ জন নারী এই স্বীকৃতি পেয়েছেন।