আইন শক্তিশালী হলে খেলাপি ঋণের ৬০ শতাংশ আদায় সম্ভব : বিএবি চেয়ারম্যান
খেলাপি ঋণের বেশির ভাগই ইচ্ছাকৃত খেলাপি। ব্যাংক খাতের আইন শক্তিশালী হলে খেলাপি ঋণের ৬০ শতাংশ আদায় করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বিএবির এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। নতুন গভর্নর হওয়ার পর বিএবির সাথে এটাই প্রথম বৈঠক।
খেলাপি ঋণ আদায় প্রসঙ্গে আবদুল হাই সরকার বলেন, ‘আইনের নানা রকমের ফাঁকফোকর রয়েছে। যে কারণে খেলাপি ঋণ আদায় করা সম্ভব হচ্ছে না। আইন শক্তিশালী করতে পারলে ব্যাংক খাতে যে খেলাপি ঋণ রয়েছে, তার ৬০ শতাংশ আদায় সম্ভব হবে। কারণ বেশির ভাগই ইচ্ছাকৃত ঋণখেলাপি। এ নিয়ে বিএবির পক্ষ থেকে তাঁদের সঙ্গে পরামর্শ করে নীতি প্রণয়ন করতে গভর্নরকে অনুরোধ করা হয়েছে।’
বেশ কয়েকটি ব্যাংকে তারল্য সংকট চলছে জানিয়ে আবদুল হাই সরকার বলেন, ‘প্রায় ৯টি ব্যাংকে তারল্য সংকট থাকতে পারে, কিন্তু অন্য সব ব্যাংকে তারল্য সংকট নেই। এবিষয়ে গভর্নর ওয়াকিবহাল। ব্যাংক ব্যবস্থাপনা ঠিক আছে। আগামী ছয় মাসের মধ্যে ব্যাংক খাতে এক রকম পরিবর্তন দেখা যাবে।’