স্বর্ণের দামে রেকর্ড, এক লাফে ভরিপ্রতি বাড়ল ৩১৪৯ টাকা
টানা ছয় দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। সেখান থেকে ফের দুই দফা বাড়ল। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) এই ধাতুটির দাম এক লাফে বাড়ল তিন হাজার ১৪৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, এবারে ভালো মান বা ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) তিন হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ হিসেবে বিবেচ্য।
আজ শনিবার বাজুসের স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমানের এ কথা বলেন। তিনি বলেন, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামও বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ শনিবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।