এসএসএল ওয়্যারলেস–গুলশান সোসাইটির মধ্যে ‘ভালোবাসার গুলশান’ অ্যাপ সংক্রান্ত চুক্তি
গুলশান সোসাইটি কার্যালয়ে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএসএল ওয়্যারলেস এবং গুলশান সোসাইটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে গুলশানের বাসিন্দাদের জন্য ‘ভালোবাসার গুলশান’ নামে একটি কমিউনিটি ভিত্তিক অ্যাপ্লিকেশন উদ্বোধন ঘোষণা হয়।
বাংলাদেশের আইটি এবং ফিনটেক সেবায় স্বনাম ধন্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস তার প্রযুক্তি গত দক্ষতাকে কাজে লাগিয়ে গুলশান কমিউনিটির নিরাপত্তা ও যোগাযোগ উন্নত করতে গুলশানের বাসিন্দাদের জন্য ‘ভালোবাসার গুলশান’ নামে এই সামাজিক কমিউনিটিভিত্তিক অ্যাপ্লিকেশনটি চালু করেছে।
এই সৃজনশীল অ্যাপটি কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধির লক্ষ্য নিয়ে তৈরী করা হয়েছে যা বাসিন্দাদেরকে দ্রুত এবং নিরাপদে যেকোন ঘটনার রিপোর্ট করার সুযোগ প্রদান করবে যাতে সোসাইটির ব্যবস্থাপনা ও নিরাপত্তা কাজে নিয়োজিত ব্যক্তি বর্গের নিকট তাৎক্ষনিক পৌঁছাতে পারে। এই ধরণের উদ্যোগ বাসিন্দাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং প্রয়োজনে যে কোন ধরণের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ প্রেরণকে সহজতর করবে।
চুক্তিটি স্বাক্ষর করেছেন এসএসএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইফুল ইসলাম এবং গুলশান সোসাইটির সভাপতি জনাব ব্যারিস্টার ও মরসাদাত। জনাব সাইফুল ইসলাম বলেন, ভালোবাসার গুলশান কমিউনিটি অ্যাপটি প্রযুক্তিকে কাজে লাগিয়ে গুলশানের বাসিন্দাদেরকে একত্রিত করাও পারস্পরিক আস্থা স্থাপনের ক্ষেত্রে একটি সেতু বন্ধন তৈরি করবে। এটি শুধু কোন অ্যাপবা টুল নয়, এটি বাসিন্দাদের মধ্যকার একটি হৃদস্পন্দন যা সম্পৃক্ততা বৃদ্ধি, অন্তর্ভূক্তিকরণ ও একত্রে থাকার ক্ষেত্রে একটি বিপ্লব।
ব্যারিস্টার ওমর সাদাত উল্লেখ করেন যে, “ভালোবাসার গুলশান” অ্যাপটি গুলশান কমিউনিটিতে বসবাসকারী বাসিন্দাদের একটি শক্তিশালী প্রযুক্তিভিত্তিক টুল হিসেবে কাজ করবে যার মাধ্যমে বাসিন্দাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে। আমরা সবাই মিলে আগের চেয়েও আরও বেশি সতর্ক, একত্রিত ও শক্তিশালী হয়ে উঠবো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএসএল সেন্টিনেল-এর সিইও মেজর এস.এমরাইয়ানরশিদ (অব.), গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির এবং সেক্রেটারি জেনারেল সৈয়দ এ. হাবিবসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য শীর্ষ স্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগটি নিরাপত্তা এবং কমিউনিটি সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি সম্মিলিত প্রতিশ্রুতি, যা গুলশানকে আরও আধুনিক ও নিরাপদ জীবনযাত্রার পরিবেশ তৈরির ক্ষেত্রে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবে।